ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জয়পুরহাটে তিন জেএমবি সদস্য আটক

জেলা প্রতিনিধি | জয়পুরহাট | প্রকাশিত: ০৮:৪০ পিএম, ০৪ অক্টোবর ২০১৮

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মাটির ঘর এলাকা থেকে তিন জেএমবি সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আটকদের জয়পুরহাট পুলিশ সুপারের কার্যালয়ে এনে বিষয়টি সাংবাদিকদের জানায় ক্ষেতলাল থানা পুলিশ।

আটকরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার জামালপুর গ্রামের নুরুল ইসলাম সরদারের ছেলে নূর আলম ওরফে পলাশ ওরফে প্রিন্স (২৮), একই গ্রামের আব্দুর রহমানের ছেলে আজিজার রহমান (৫২) ও ক্ষেতলাল উপজেলার মহেশপুর গ্রামের মৃত সরাফত আলী মন্ডলের ছেলে নূর মোহাম্মদ মন্ডল (৩৫)।

ক্ষেতলাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহারিয়ার জানান, জেএমবি সদস্যরা মঙ্গলবার গভীর রাতে ক্ষেতলাল উপজেলার মাটির ঘর এলাকায় নির্মাণাধীন একটি পরিত্যাক্ত ভবনে নাশকতার পরিকল্পনা করছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় অন্যরা পালিয়ে গেলেও একটি শুটারগান, ১২টি ককটেল ও দুটি জিহাদি বইসহ জেএমবি সদস্য নূর আলম পলাশ প্রিন্সকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে অপর দুইজন জেএমবি সদস্যকে আটক করা হয়।

রাশেদুজ্জামান/আরএআর/এমএস

আরও পড়ুন