খাগড়াছড়িতে জিপ উল্টে হেলপার নিহত
খাগড়াছড়ির পানছড়িতে চাঁদের গাড়ি (জিপ) উল্টে পুষ্পজয় ত্রিপুরা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে পানছড়ির মরাটিলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুষ্পজয় ত্রিপুরা পানছড়ির পাইয়্যংপাড়া এলাকার কান্তাজয় ত্রিপুরার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলের দিকে কাঠভর্তি করে একটি জিপ পানছড়ির পদ্দনিপাড়া যায়। কাঠ নামিয়ে খালি গাড়ি নিয়ে পানছড়িতে ফেরার পথে মরাটিলা এলাকায় পাহাড় উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই পুষ্পজয় ত্রিপুরা মারা যান। তিনি ওই গাড়ির হেলপার ছিলেন।
পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। জিপ গাড়িটির চালক পালিয়ে গেছেন।
মুজিবুর রহমান ভুইয়া/আরএআর/জেআইএম