মামার লাশ দেখতে গিয়ে পরপারে ভাগনি
প্রতীকী ছবি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মামার মৃত্যু খবর পেয়ে যাওয়ার সময় ভটভটিচাপায় নিহত হয়েছে এক কিশোরী।
নিহত কবিতা (১৫) উপজেলার পশ্চিম মির্জাপুর গ্রামের গোলাম কবিরের মেয়ে। সে মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী ছিল।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামার মৃত্যু খবর পেয়ে রোববার সকাল সাড়ে ৮টার দিকে কবিতা বাবার সঙ্গে মোটরসাইকেলে করে তানোর উপজেলার মুন্ডমালা সাদিপুর গ্রামে যাচ্ছিল। পথে নাচোল আমনুরা সড়কের পন্ডিতপুর নবনির্মিত ফায়ার সার্ভিস স্টেশনের পাশে তাদের মোটরসাইকেলকে একটি ভটভটি ধাক্কা দিলে কবিতা ছিটকে পড়ে যায়। এ সময় ভটভটিটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর পুলিশ কবিতার মরদেহ উদ্ধার করে। তবে ঘাতক ভটভটিটি স্থানীরা আটক করলেও চালক পালিয়ে যায়।
আব্দুল্লাহ/এফএ/এমএস