ফেনীতে নির্বাচনী কেন্দ্র কমিটি করছে প্রধান দুই দল
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ফেনীতে ক্ষমতাসীন আওয়ামী লীগে তোড়জোড় শুরু হয়েছে। নেতাকর্মীদের চাঙ্গা রাখতে ওয়ার্ড পর্যায়ে আনুষ্ঠানিক সভা-সমাবেশের মধ্য দিয়ে কমিটি গঠন করা হচ্ছে। আর নিরবে প্রস্তুতি নিচ্ছে দুই মেয়াদে ক্ষমতার বাইরে থাকা বিএনপি। কৌশলের অংশ হিসেবে কেন্দ্র ভিত্তিক দুটি কমিটি করছে তারা।
দলের বিভিন্ন সূত্র জানায়, জেলা আওয়ামী লীগের সর্বশেষ কার্যনির্বাহী কমিটির সভায় ৭ অক্টোবরের মধ্যে জেলার তিনটি আসনে কেন্দ্রভিত্তিক কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এর আলোকে তৃণমূলে সভা করে কমিটি গঠনের কাজ চলছে। এসব কমিটিতে আওয়ামী লীগ ছাড়াও যুবলীগ-ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সমন্বয় করা হচ্ছে। কেন্দ্রভিত্তিক প্রতিটি কমিটিতে ১০০-১৫০ জনকে রাখা হচ্ছে।
পৌর আওয়ামী লীগের সভাপতি আইনুল কবির শামীম জানান, ইতোমধ্যে পৌরসভার ১৮টি ওয়ার্ডের ১৪টি ওয়ার্ডে কেন্দ্র কমিটি গঠন সম্পন্ন হয়েছে। সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর হোসেন জানান, ১২টি ইউনিয়নে ৭০ শতাংশ কমিটি গঠন সম্পন্ন হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বি.কম জানান, দ্রুততম সময়ের মধ্যে জেলার তিনটি আসনেই কমিটি গঠন কার্যক্রম শেষ হবে।
অপরদিকে বিএনপি নেতারা জানান, মামলায় জর্জরিত থেকেও নির্বাচনী প্রক্রিয়া থেমে নেই। বিএনপি ছাড়াও যুবদল-ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে নিরবে কেন্দ্র কমিটি গঠন, পোলিং এজেন্ট তালিকা করা হচ্ছে। জেলার প্রতিটি কেন্দ্রে দুটি করে কমিটি করা হচ্ছে। পুলিশি হয়রানি ও মামলা থেকে দূরে থাকতে এ কৌশল নেয়া হয়েছে।
পৌর বিএনপির সভাপতি আলাল উদ্দিন আলাল জানান, পৌরসভার প্রতিটি কেন্দ্রেই দুটি করে কমিটি গঠন করা হয়েছে। বাকি কেন্দ্রগুলোর কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন আহমেদ মিষ্টার জানান, তফসিল ঘোষণার পর কেন্দ্র থেকে নির্দেশনা পেলে এসব কমিটি প্রকাশ করা হবে।
রাশেদুল হাসান/এমএএস/পিআর