ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ পালাল দুই মাদক ব্যবসায়ী

জেলা প্রতিনিধি | মানিকগঞ্জ | প্রকাশিত: ১১:৩৬ এএম, ০৯ অক্টোবর ২০১৮

মানিকগঞ্জের ঘিওরে হ্যান্ডকাপসহ দুই মাদক ব্যবসায়ী পুলিশের হাত থেকে পালিয়েছে। সোমবার রাতে বড়টিয়া ইউনিয়নের বড়টিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। রাতভর অভিযান চালিয়েও পালিয়ে যাওয়া দুইজনকে খুঁজে পায়নি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘিওর থানার এসআই কবির ও নিজাম ওই এলাকায় সাদা পোশাকে মাদকবিরোধী অভিযানে যান। বড়টিয়া ইউনিয়নের কলিয়া এলাকা থেকে এক রিকশাচালকসহ চারজনকে গাঁজাসহ আটক করেন তারা। এদের দুইজনের হাতে হ্যান্ডকাপ পরানো হয়। রিকশাসহ আসামিদের থানায় নিয়ে যাওয়ার পথে হ্যান্ডকাপ পরা দুইজন দৌড়ে পালিয়ে যান। এরপর রাতভর বিভিন্নস্থানে অভিযান চালিয়েও তাদের ধরতে পারেনি পুলিশ।

ঘিওর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পালিয়ে যাওয়া দুইজনের মধ্যে আলামিন নামে একজনের পরিচয় মিলেছে। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

বি.এম খোরশেদ/আরএআর/জেআইএম

আরও পড়ুন