ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফেনীতে ইউপি সদস্যকে পুলিশে দিলেন এমপি

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ১০:৪৪ এএম, ১৪ অক্টোবর ২০১৮

স্বাক্ষর জালিয়াতির দায়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে পুলিশে সোপর্দ করেছেন ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী। ওই ইউপি সদস্যের নাম ইসমাঈল হোসেন। তিনি ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য। শনিবার রাতে ফেনী শহরের ডাক্তারপাড়ায় এমপির বাসভবনের সামনে ভুয়া আবেদনে নিজাম হাজারীর সুপারিশ নিতে গিয়ে আটকা পড়েন ইউপি সদস্য ইসমাঈল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইসমাঈল হোসেন দুটি গভীর নলকূপের আবেদপত্রে এমপির সুপারিশের জন্য তার বাসভবনে যান। এ সময় এমপি নিজাম হাজারী ইউপি সদস্য ইসমাঈলের কাছে জানতে চান নলকূপের আবেদনকারীরা তার সাথে এসেছে কি না। উত্তরে ইসমাঈল একটি নিজের আবেদন অন্যটি তার সঙ্গে থাকা ব্যক্তির আবেদন বলে জানান। বিষয়টি নিজাম হাজারীর সন্দেহ হলে তিনি ওই আবেদনকারীকে অন্য কাগজে আরেকটি স্বাক্ষর দিতে বলেন। তখন আবেদনকারী এটি নিজের আবেদনপত্র নয় বলে এমপিকে জানান। একপর্যায়ে নিজাম উদ্দিন হাজারী এমপি ভুয়া আবেদনপত্রে সুপারিশ চাওয়ার দায়ে ইসমাঈলকে পুলিশে সোপর্দ করেন।

মোটবী ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ এলএলবি জানান, আটক ইসমাঈল তার পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য। সে লহ্মীপুর গ্রামের ওবায়েদ উল্লাহর ছেলে। ইউপি সদস্য মো. ইসমাঈল হোসেনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

জেডএ/এমএস

আরও পড়ুন