ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় নারী গ্রেফতার

জেলা প্রতিনিধি | শেরপুর | প্রকাশিত: ১০:০০ পিএম, ১৬ অক্টোবর ২০১৮

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার রওশন আরা রুমি (৪০) ঝিনাইগাতীর ভালুকা গ্রামের মৃত খবির উদ্দিন সরকারের মেয়ে।

মঙ্গলবার বিকেলে ওই নারীকে বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়েছে। ফেসবুকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিকৃত ছবি প্রকাশের অভিযোগে দায়েরকৃত মামলায় সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

ঝিনাইগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, সোমবার রাতে ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মজিবর রহমান বাদী হয়ে ওই নারীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯ ও ৩১ ধারায় মামলা করেন। ওই মামলায় রুমিকে গ্রেফতার করা হয়েছে।

হাকিম বাবুল/এএম/জেআইএম

আরও পড়ুন