কক্সবাজারে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের দক্ষিণ রাজঘাট এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে দক্ষিণ রাজঘাট গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন- মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের সোনার পাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে কাউছার (২০) এবং একই এলাকার আবুল কাশিমের ছেলে মোস্তাক (২৭)।
স্থানীয় ইউপি সদস্য রিয়াজ উদ্দীন জানান, মাতারবাড়ি দক্ষিণ রাজঘাট এলাকার প্রবাসী বশির আহমদের বাড়িতে একটি টিউবওয়েল বসাচ্ছিলেন একদল শ্রমিক। এ সময় বিদ্যুতের খুঁটির সঙ্গে পাইপ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তারা দুইজন। এতে ঘটনাস্থলেই মারা যান তারা।
মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ঘটনাটি মর্মান্তিক। দুই যুবকের একসঙ্গে মৃত্যুতে এলাকায় শোকের ছায়া ফেলেছে।
মহেশখালী থানা পুলিশের ওসি প্রদীপ কুমার দাশ বলেন, কারও কোনো অভিযোগ না থাকায় তাদের মরদেহ উদ্ধার করে পরিবারকে হস্তান্তর করা হয়েছে।
সায়ীদ আলমগীর/এএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জামায়াতের মুখে একটা কাজে আরেকটা: চরমোনাই পীর
- ২ আমি একটু রাগি মানুষ, রাগি না হলে এদেশে কাম করণ যায় না: রুমিন ফারহানা
- ৩ মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে ৩০ ককটেল বিস্ফোরণ, দোকানপাট ভাঙচুর
- ৪ পিরোজপুরে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
- ৫ শাপলা কলির কর্মী-সমর্থকদের ওপর হামলা, থানা ঘেরাও করলেন হান্নান মাসউদ