ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

তারেক রহমানের সাজার প্রতিবাদে কালো পতাকা মিছিল

জেলা প্রতিনিধি | জয়পুরহাট | প্রকাশিত: ০৪:১৯ পিএম, ২১ অক্টোবর ২০১৮

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে তারেক রহমানের সাজার প্রতিবাদে জয়পুরহাটে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।

রোববার বেলা ১১টার দিকে শহরের চিনিকল সড়ক থেকে বিএনপি, স্বেচ্ছাসেবকদল, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা কালো পতাকা মিছিল বের করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে সমাবেশে অংশ নেয়।

সমাবেশে বক্তব্য দেন- জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দীন মন্ডল, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, ফজলু রহমান, অধ্যক্ষ শামসুল হক, সাধারণ সম্পাদক নাফিজুর রহমান পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রধান, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, সেলিম রেজা ডিউক, জেলা যুবদলের সভাপতি ওবাইদুর রহমান সুইট, সাধারণ সম্পাদক এটিম শাহনেওয়াজ কবির শুভ্র ও সাংগঠনিক সম্পাদক মোকারম হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করেছে সরকার। ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় মিথ্যা মামলার রায়ে তারেক রহমানের সাজা, দলের নেতাকর্মীদের গ্রেফতার, নির্যাতন ও হয়রানি করে ক্ষমতাকে চিরস্থায়ী করতে চায় তারা। অচিরেই বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাবে।

রাশেদুজ্জামান/এএম/জেআইএম

আরও পড়ুন