রাজশাহীর দুই মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ
তিনদিন ধরে রাজশাহীর বাঘা উপজেলার এক মাদরাসার দুই শিশু শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। তাদরে সন্ধান না পেয়ে রোববার থানায় সাধারণ ডায়েরি করেছে মাদরাসা কর্তৃপক্ষ।
নিখোঁজ দুই শিশু হলো- উপজেলার পীরগাছা গ্রামের ইনছার আলী ছেলে ইয়াছিন আলী (১২) ও একই উপজেলার মনিগ্রাম এলাকার সান্টু হোসেনের ছেলে ফজলে রাব্বি (১১)। তারা দুইজনই উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা এলাকার রুপজান বেওয়া নূরানী হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী।
মাদরাসার পরিচালক হাফেজ মোহাম্মদ সাইদুর রহমান জানিয়েছেন, গত শুক্রবার কাউকে কিছু না জানিয়ে ওই দুই শিশু শিক্ষার্থী মাদরাসা থেকে বেরিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে তাদের সন্ধান মেলেনি। তাদের পরিবারকে জানিয়ে শেষে থানায় সাধারণ ডায়েরি করা হয়।
বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন আলী জানিয়েছেন, নিখোঁজ ওই দুই শিশুর ছবিসহ বিভিন্ন থানায় ম্যাসেজ পাঠানো হয়েছে। তাদের সন্ধানে তৎপরতা শুরু করেছে পুলিশ।
ফেরদৌস সিদ্দিকী/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ