ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শীত আসতেই নিউমোনিয়ার প্রকোপ

জেলা প্রতিনিধি | নড়াইল | প্রকাশিত: ১২:২২ পিএম, ২৪ অক্টোবর ২০১৮

নড়াইল সদর হাসপাতালে নিউমোনিয়া রোগীর সংখ্যা দিন দিন আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। প্রতিদিন হাসপাতালে চিকিৎসা নিতে আসছে অসংখ্য শিশু। বর্তমানে হাসপাতালের প্রতিটি বেডে ৩-৪ জন শিশুকে কোনো রকমে চিকিৎসা দেয়া হচ্ছে। এত রোগীকে চিকিৎসা দিতেও হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২ মাস যাবৎ নিউমোনিয়া রোগীর সংখ্যা বেড়েছে। সেপ্টেম্বর ও অক্টোবর মাসে কয়েকশ নিউমোনিয়া রোগী চিকিৎসা নিয়েছে। হাসপাতালে শিশু ওয়ার্ডে বর্তমানে মোট বেড রয়েছে মাত্র ১১টি। আর প্রতিদিন গড়ে ২০ থেকে ২২ জন শিশু চিকিৎসা নিতে আসছে। ১১ বেডের বিপরীতে শিশু ভর্তি আছে অর্ধ শতাধিক। যার মধ্যে নিউমোনিয়া রোগীর সংখ্যাই ৪২টি।

লোহাগড়া উপজেলার মিঠাপুর গ্রামের পরি খানম জানান, তার সাড়ে ৪ মাস বয়সী মেয়ের নিউমোনিয়া হয়েছে। মেয়েকে নিয়ে ২ দিন আগে ভর্তি হলেও এখনও কোনো বেড পাননি। অনেক কষ্ট করে মেয়ের চিকিৎসা করাচ্ছেন।

হাসপাতালের নার্স শ্যামলী অধিকারী জানান, শিশু ওয়ার্ডে মোট বেড রয়েছে মাত্র ১১টি আর বর্তমানে এই ১১ বেডের বিপরীতে শিশু ভর্তি আছে অর্ধশতাধিক। অল্প জায়গায় এত বেশি রোগীর চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন তারা। চেষ্টা করছেন শিশুদের সঠিক চিকিৎসা দেয়ার।

নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আ.ফ.ম মশিউর রহমান বাবু জানান, বেশ কিছুদিন যাবৎ হাসপাতালে রোগীর সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। হঠাৎ করে শীত শুরু হওয়ায় আগামী কয়েক দিনে নিউমোনিয়া রোগীর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

হাফিজুল নিলু/এফএ/আরআইপি

আরও পড়ুন