মেরিন ড্রাইভে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত
কক্সবাজার সৈকত এলাকার মেরিন ড্রাইভ সড়কে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার সকালে মেরিন ড্রাইভ সড়কের হ্যাচারি এলাকার পার্শ্ববর্তী জঙ্গলে পুলিশের সঙ্গে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে ৫টি দেশীয় অস্ত্র ও ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। নিহত মফিজ আলম টেকনাফের হ্নীলার লেদা এলাকার মৃত লাল মিয়ার ছেলে।
টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, মেরিন ড্রাইভ সড়কের হ্যাচারি এলাকায় পুলিশের নিয়মিত টহল চলাকালে জঙ্গলে একদল লোকের সন্দেহজনক গতিবিধি দেখে পুলিশ এগিয়ে গেলে হঠাৎ পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় তারা। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। পরে সন্ত্রাসী দল পালিয়ে গেলে গুলিবিদ্ধ অবস্থায় মফিজ আলমের মরদেহ উদ্ধার করা হয়।
মফিজ আলমের বিরুদ্ধে বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে এবং তিনি চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে উল্লেখ করেন ওসি।
সায়ীদ আলমগীর/এফএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে ৩০ ককটেল বিস্ফোরণ, দোকানপাট ভাঙচুর
- ২ পিরোজপুরে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
- ৩ শাপলা কলির কর্মী-সমর্থকদের ওপর হামলা, থানা ঘেরাও করলেন হান্নান মাসউদ
- ৪ শয়তান দেখলে আউযুবিল্লাহ, জামায়াত-শিবির দেখলে নাউজুবিল্লাহ বলতে হবে
- ৫ পরিবারতন্ত্রের রাজনীতি আর দেখতে চাই না: জামায়াত আমির