কিশোরগঞ্জে ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে সমন জারি
কিশোরগঞ্জে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন আওয়ামী লীগের এক নেত্রী। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. একরামুল হক শামীম মামলাটি আমলে নিয়ে সশরীরে হাজির হওয়ার জন্য আসামির প্রতি সমন জারি করেছেন। আগামী ২৬ নভেম্বর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।
জেলা মহিলা আওয়ামী লীগের প্রথম যুগ্ম আহ্বায়ক বিলকিছ বেগম বাদী হয়ে বৃহস্পতিবার সকালে আমল গ্রহণকারী ১নং জুডিশিয়াল আদালতে মামলাটি দায়ের করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. কামরুল আহসান শাহজাহান, অ্যাড. নাসির উদ্দীন ফারুকীসহ সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।
মামলার বাদী বিলবিছ বেগম জানান, টেলিভিশন টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলে মন্তব্য করায় সামাজিক ও মানসিকভাবে অপমানিত হয়েছি। তিনি পুরো নারী সমাজকে অপমান করেছেন। এজন্য ক্ষুব্ধ হয়ে মামলা করেছি।
বাদী পক্ষের আইনজীবী অ্যাড. সাগর ঘোষ বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে আসামিকে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।
নূর মোহাম্মদ/এফএ/এমএস