পানের বরজের ঝোপে মিলল এক লাখ ইয়াবা
কক্সবাজারের টেকনাফের সাবরাং এলাকার পানের বরজে অভিযান চালিয়ে ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার ভোররাতে সাবরাং বিওপির সদস্যরা এ অভিযান চালায়।
বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল আছাদুদ জামান চৌধুরী জানান, টেকনাফের সাবরাং ইউপির আচারবুনিয়া এলাকায় একটি পানের বরজে ইয়াবা মজুদ রাখা হয়েছে- এমন খবর পেয়ে সাবরাং বিওপির সুবেদার মো. লাল মিয়ার নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালায়। তারা এলাকার পানের বরজ ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে বরজের পাশের একটি ঝোপের ভেতর হতে একটি প্লাষ্টিকের বস্তা উদ্ধার করে। পরে বস্তাটি খুলে তাতে এক লাখ পিস ইয়াবা পাওয়া যায়।
তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
সায়ীদ আলমগীর/আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে ৩০ ককটেল বিস্ফোরণ, দোকানপাট ভাঙচুর
- ২ পিরোজপুরে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
- ৩ শাপলা কলির কর্মী-সমর্থকদের ওপর হামলা, থানা ঘেরাও করলেন হান্নান মাসউদ
- ৪ শয়তান দেখলে আউযুবিল্লাহ, জামায়াত-শিবির দেখলে নাউজুবিল্লাহ বলতে হবে
- ৫ পরিবারতন্ত্রের রাজনীতি আর দেখতে চাই না: জামায়াত আমির