তারা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে চায় : ইনু
বিএনপি জাতীয় ঐক্যফ্রন্টের মুখ আর ড. কামাল হোসেন মুখোশ বলে মন্তব্যে করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি বলেন, ঐক্যফ্রন্টের সাত দফা দাবির আড়ালে রয়েছে সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তির উদ্দেশ্য। তারা একটি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে চায়। বিএনপি-জামায়াতকে রাজনীতির মাঠে পুনর্বাসন করতে চায় তারা।
শনিবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ও অভিভাবক সমাবেশে যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ইনু বলেন, বিএনপি ঐক্যফ্রন্টের মুখ এবং ড. কামাল হোসেন মুখোশ। সুতরাং ড. কামাল হোসেন যদি মনে করেন উনি রাজনীতির ওয়াশিং মেশিন হয়ে বিএনপির সব অপরাধ ধোলাই করে ছাপ করে দেবেন সেটা ভুল।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপনসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
আল মামুন সাগর/এএম/এমএস