ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নিহতদের পরিবারকে চাকরির আশ্বাস জেমকন গ্রুপের

জেলা প্রতিনিধি | পঞ্চগড় | প্রকাশিত: ০৬:২৫ পিএম, ৩০ অক্টোবর ২০১৮

পঞ্চগড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হতাহত ২১ পরিবারের মাঝে সাড়ে ৭ লাখ টাকার সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এই অর্থ প্রদান করেন।

স্থানীয় প্রতিষ্ঠান জেমকন গ্রুপের সহায়তায় তিনি নিহত ১১ পরিবারকে নগদ ৫০ হাজার করে টাকা এবং আহত ১০ পরিবারে ২০ হাজার টাকা করে মোট সাড়ে ৭ লাখ টাকা নগদ প্রদান করেন। এ সময় নিহত প্রত্যেক পরিবারের সক্ষম সদস্যদের যোগ্যতা অনুযায়ী জেমকন লিমিটেডের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিরও ঘোষণা দেয়া হয়।

সহায়তা প্রদান অনুষ্ঠানে পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম আজম, তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন, বাংলাবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন, জেমকন গ্রুপের মেসার্স ক্যাসেল কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) বীরেন্দ্রনাথ প্রামাণিক ও পাথর লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) কামরুল ইসলাম, জেমকন গ্রুপের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বাবু, আবু তাহেরসহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর রাতে তেঁতুলিয়া-ঢাকা জাতীয় মহাসড়কের দশমাইল এলাকায় তেঁতুলিয়াগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে জেমকন লিমিটেডের বিদ্যুতের খুটিবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ৫ জন এবং হাসপাতালে নেয়ার পর নারী, শিশুসহ আরও ৬ জন মারা যান। এ সময় আহত হন কমপক্ষে ১৫ জন।

সফিকুল আলম/এমএএস/আরআইপি

আরও পড়ুন