ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

এক মঞ্চে ১১ প্রার্থী

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ০৩ নভেম্বর ২০১৮

জেল হত্যা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা সদরের শহীদ মিনার প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ১১ জন অংশ নেন। এ আসনের বর্তমান সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রাম। তিনি সাবেক ছাত্রলীগ নেতা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক।

১১ প্রার্থীরা হলেন- প্রয়াত মৎস ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের স্ত্রী দিলশাদ আরা মিনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সরকার, কেন্দ্রীয় কৃষক লীগের অর্থ সম্পাদক নাজির মিয়া, সাবেক সহ-সভাপতি এমএ করিম, কেন্দ্রীয় আওয়ামী প্রজন্ম লীগের সহ-সভাপতি ইখ্তেশামুল কামাল, কেন্দ্রীয় যুব মহিলা লীগ নেত্রী এমবি কানিজ, লন্ডন আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ এহসান, জেলা হিন্দু মহাজোটের সভাপতি রাখেশ সরকার, নাসিরনগর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি আদেশ চন্দ্র দেব, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আলমগীর ও জেলা কৃষক লীগের সদস্য মো. আলী আশ্রাফ।

নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার সভার শুরুতেই জেলে হত্যাকাণ্ডের শিকার জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানানো হয়। জেল হত্যা দিবসের আলোচনা সভা হলেও ওই ১১ প্রার্থী তাদের বক্তব্যে এমপি সংগ্রামের সমালোচনা করে আগামী নির্বাচনে নিজেদের মধ্য থেকে কাউকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়ার দাবি জানান।

আজিজুল সঞ্চয়/এএম/জেআইএম

আরও পড়ুন