ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ছিটমহলের বিলে মাছের পোনা অবমুক্ত

প্রকাশিত: ০৯:০৪ এএম, ১৭ আগস্ট ২০১৫

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অন্তর্গত বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়ার ধোবারকুড়া বিলে মাছের পোনা অবমুক্ত করেছে উপজেলা মৎস্য বিভাগ। সোমবার দুপুরে পোনা অবমুক্ত করেন ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান নজীর হোসেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুর হাসান, বিলুপ্ত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।

মৎস্য বিভাগ জানিয়েছে, ২৭ একর জমির এ বিলটিতে প্রাথমিকভাবে ৬০ কেজি রুই, কাতলা ও মৃগেলসহ  বিভিন্ন জাতের দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান নজির হোসেন জানান, এ পোনা অবমুক্তের মাধ্যমে বিলুপ্ত ছিটমহলে উন্নয়ন তৎপরতা শুরু হলো। পর্যায়ক্রমে অন্যান্য বিভাগও কাজ শুরু করবে।

উল্লেখ্য, ছিটমহলের বাসিন্দাদের জমির মালিকানা বিষয়ে নানান  দ্বন্দ্ব থাকলেও ধোবারকুড়া বিলটি খাস জমি হিসেবে চিহ্নিত রয়েছে।

নাজমুল হোসেন/এমজেড/আরআইপি