ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ট্রাকে ধাক্কা লেগে প্রাণ গেল মোটরসাইকেল চালকের

জেলা প্রতিনিধি | শেরপুর | প্রকাশিত: ০৮:৪৬ এএম, ০৬ নভেম্বর ২০১৮

শেরপুরে নালিতাবাড়ী-নাকুগাঁও সড়কের আন্ধারুপাড়া এলাকায় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত ও অপর এক আরোহী আহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক নালিতাবাড়ী উপজেলার সিধুলী গ্রামের ফজলুল হকের ছেলে গোলাম মোস্তফা (৫২)। আহত অবস্থায় শফিজুল ইসলামকে (৫০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নালিতাবাড়ী থানার ওসি আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাকুগাঁও সড়কের আন্ধারুপাড়া এলাকায় একটি খালি ট্রাক ঘোরানোর সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটি ট্রাকের সামনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক গোলাম মোস্তফা মারা যান এবং এর আরোহী গুরুতর আহত হন। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হাকিম বাবুল/এফএ/এমএস

আরও পড়ুন