সিরাজগঞ্জে র্যাবের টহল জোরদার
আগামীকাল বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে সামনে রেখে যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে সিরাজগঞ্জে র্যাবের টহল জোরদার করা হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৪টা থেকে জেলা শহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বাড়তি টহল শুরু হয়েছে। জেলা ও উপজেলা শহর ছাড়াও মহাসড়কে পিকআপ ভ্যান এবং মোটরসাইকেলযোগে টহল চালিয়ে যাচ্ছেন র্যাব সদস্যরা।

র্যাব-১২ সিরাজগঞ্জের অধিনায়ক (সিও) উইং কমান্ডার আব্দুল আহাদ বলেন, দেশের ক্রান্তিকালীন সময়ে সার্বিক নিরাপত্তার স্বার্থে র্যাব নিয়মিত দায়িত্ব পালন করে। এরই অংশ হিসেবে নির্বাচনী তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেই লক্ষেই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা ও টহল জোরদার করা হয়েছে।
ইউসুফ দেওয়ান রাজু/এমএএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অনিয়মে বাধা, এলজিইডির দুই প্রকৌশলীকে হুমকি ঠিকাদারি প্রতিষ্ঠানের
- ২ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে র্যাবের ওপর হামলা, পেছনে ইয়াছিন বাহিনী
- ৩ কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক
- ৪ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ৫ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা