ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই শিশুর

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৮:১২ পিএম, ১০ নভেম্বর ২০১৮

সিরাজগঞ্জের শাহজাদপুরে পুকুরের পানিতে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার রূপপুর পীরের পুকুর থেকে তাদের ভাসমান মরদেহ উদ্ধার করে স্বজনরা।

নিহতরা হচ্ছে- পৌর এলাকার রূপপুর পুরানপাড়া গ্রামের মনো আকন্দের ছেলে মিথুন আকন্দ (৬) ও দ্বারিয়াপুর গ্রামের হানিফের ছেলে ইমরান (৮)।

শাহজাদপুর পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. মামুন মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে গোসল করতে নামে মিথুন ও ইমরান। এরপর থেকে তারা নিখোঁজ ছিল। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি। সন্ধ্যায় পীরের পুকুরে ওই দুই শিশুর ভাসমান মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/পিআর

আরও পড়ুন