ফেনীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ছনুয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মৃত ছানু মিয়ার ছেলে সিদ্দিকুর রহমান (৪৫) ও ফুলগাজী উপজেলার নুরুল হকের ছেলে নুরুল আমিন (২৭)।
রোববার দুপুরে খাগড়াছড়ি যাওয়ার পথে হিলবার্ড নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই দিন ফেনী থেকে হিলবার্ড নামের বাসটি যাত্রী বোঝাই করে খাগড়াছড়ির দিকে যাচ্ছিল। এসময় মহাসড়কের লেমুয়া ব্রিজ অতিক্রম করলে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।
পরে পুলিশ ও স্থানীয়রা এগিয়ে এসে হতাহত অবস্থায় অন্তত ১৫ জনকে উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে বলে জানান।
রাশেদুল হাসান/এমএএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে
- ২ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো সাড়ে চার শতাধিক ঘর
- ৩ অনিয়মে বাধা, এলজিইডির দুই প্রকৌশলীকে হুমকি ঠিকাদারি প্রতিষ্ঠানের
- ৪ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে র্যাবের ওপর হামলা, পেছনে ইয়াছিন বাহিনী
- ৫ কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক