পুকুরে যুবকের ভাসমান মরদেহ
প্রতীকী ছবি
সিরাজগঞ্জের এনায়েতপুরে পুকুর থেকে মামুন সরকার (৩০) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে এনায়েতপুর থানার খামার গ্রাম পশ্চিমপাড়ার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মামুন সরকার এনায়েতপুর থানার খামার গ্রাম পশ্চিমপাড়ার শাহাব আলী সরকারের ছেলে।
নিহতের ভাই মুকুল সরকার জানান, ৮/১০ দিন আগে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরেনি মামুন। গত রাতে বাড়ির পাশে একটি পুকুরে কচুরি পানার ভেতর তার ভাসমান মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দিলে তারা মরদেহটি উদ্ধার করে।
এনায়েতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম জানান, মামুন সরকার নেশাগ্রস্ত ছিল। নেশা করে সারাদিন পড়ে থাকতো। স্থানীয়রা পুকুরের মধ্যে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ধারণা করা হচ্ছে পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।
ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান