বগুড়ায় বিষপানে শিশুসহ মায়ের আত্মহত্যা
বগুড়ার শেরপুরে এক মা তার এক বছরের শিশুসহ আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে উপজেলার বাগড়া কলোনি এলাকায়।
পুলিশ জানায়, রাতের দিকে বাগড়া কলোনি মাদরাসার সামনে থেকে এলাকাবাসী বিষপানে অসুস্থ মা শান্তা ইসলাম (২০) ও তার এক বছর বয়সী ছেলে শামীম হোসেনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের বগুড়া শজিমেক হাসপাতালে প্রেরণ করা হয়। রাত ১১টার দিকে দুইজনই মারা যায়।
বগুড়া ছিলিমপুর (মেডিকেল) ফাঁড়ির এসআই আব্দুল আজিজ জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা-ছেলের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, শিশুকে বিষ খাইয়ে মা বিষপান করে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।
বিষপানে মা-ছেলের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের একটি দল। তবে বিষপানের কোনো কারণ জানা যায়নি। নিহতদের মরেহে রাতে বগুড়া শজিমেক হাসপাতালের মর্গে রাখা রয়েছে।
লিমন বাসার/বিএ