ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাইবান্ধার ৫টি আসনে আ.লীগের প্রার্থী ৫১ জন

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০৬:৫১ পিএম, ১৮ নভেম্বর ২০১৮

উত্তরের জেলা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা হচ্ছে সংসদীয় আসন ১। সদর উপজেলা নিয়ে গঠিত ২। পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলা নিয়ে ৩। গোবিন্দগঞ্জ উপজেলা ৪ এবং ফুলছড়ি ও সাঘাটা উপজেলা নিয়ে গঠিত গাইবান্ধা-৫ আসন।

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এসব আসনে লড়াই করার জন্য আওয়ামী লীগের কাছে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নতুনসহ দলের পুরনো ৫১ জন নেতাকর্মী।

হয়তো কয়েকদিনের মধ্যেই দলের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। মনোনয়ন কেনা এসব রাজনৈতিক নেতাকর্মীর অনেকেই দীর্ঘদিন থেকে নিজ নিজ আসনে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গত নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে জেলার এই পাঁচটি আসনে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছিলেন।

Gaibandha

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) : এ আসনে মনোনয়নপত্র কিনেছেন পাঁচজন। তাদের মধ্যে রয়েছেন দুর্বৃত্তের গুলিতে নিহত সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনের বড় বোন ও সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরুজা বারী। আফরুজা বারী প্রথমবার এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে গত উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

Gaibandha

সড়ক দুর্ঘটনায় নিহত চলতি সংসদেরই আরেক সাংসদ গোলাম মোস্তফা আহমেদের ছেলে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী মোস্তফা মাসুম কিনেছেন আওয়ামী লীগের মনোনয়নপত্র। এবারই তিনি প্রথমবার মনোনয়ন কিনলেন। এ আসন থেকে আরও মনোনয়ন কিনেছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা মাকসুদা খাজা। আরও মনোনয়ন কিনেছেন সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম রঞ্জু ও আশরাফুল আলম লেবু।

Gaibandha

গাইবান্ধা-২ (সদর) : এ আসনে দলের কাছে মনোনয়নপত্র কেনা আটজনের মধ্যে রয়েছেন বর্তমান সাংসদ জেলা আওয়ামী লীগের সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শামসুল আলম হীরু, সহ-সভাপতি ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক ও সাংগঠনিক সম্পাদক শামছুর রহমান টুটুল। এছাড়া আরও রয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঘাগোয়া ইউপি চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা আমিনুর জামান রিংকু, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শাহ সারোয়ার কবির ও ব্যারিস্টার মাসুদ আখতার পলাশ।

Gaibandha

গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) : এ আসনের দুই উপজেলাতেই রয়েছে হেভিওয়েট প্রার্থী। তাদের মধ্য থেকে মনোনয়ন কিনেছেন ২০ জন। তারা হলেন, সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সাংসদ ডা. ইউনুস আলী সরকার এবং কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সাংসদ পলাশবাড়ীর উম্মে কুলসুম স্মৃতি।

Gaibandha

পলাশবাড়ী থেকে আরও মনোনয়ন কিনেছেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও গাইবান্ধা আইন কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট নুরুল ইসলাম প্রধান, পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর প্রধান, সহ-সভাপতি ও সাবেক পলাশবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক তৌহিদুল ইসলাম মন্ডল, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও মনোহরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাজেদার রহমান দুলু ও মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহমুদুল হক, মহিলা আওয়ামী লীগ নেত্রী শ্যামলী আকতার, মাহমুদ, ডা. ইয়াকুবুল আজাদ, মাহামুদুল ইসলাম ও আবু জাহিদ এবং সাদুল্লাপুর থেকে মনোনয়ন কিনেছেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মতিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহারিয়া খাঁন বিপ্লব, সাদুল্লাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়োরম্যান অ্যাডভোকেট এম এ ওয়াহেদ, অধ্যক্ষ জাকারিয়া প্রধান, শিক্ষক আজিজার রহমানসহ ২০ জন।

Gaibandha

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) : দলের কাছে মনোনয়নপত্র কেনা নয়জনের মধ্যে এ আসনে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সাংসদ অধ্যক্ষ আবুল কালাম আজাদ এবং জেলা আওয়ামী লীগের সদস্য ও এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী সাবেক সাংসদ মনোয়ার হোসেন চৌধুরীসহ তালিকায় আরও রয়েছেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আতাউর রহমান সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ও মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ প্রধান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু ও সহ-সভাপতি ফেরদাউস আলম রাজু, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম লিটন এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য প্রকৌশলী শাহজাহান আলী ও ডা. শাহজাহান আলী।

gaibandhaগাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) : এ আসনে বর্তমান সাংসদ ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ও তার মেয়ে অ্যাডভোকেট ফাহমিদা রাব্বী রিতাসহ নয়জন প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। অন্যরা হলেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়ারেছ আলী প্রধান, সাধারণ সম্পাদক শামসীল আরেফিন টিটু, মাহাবুবুর রহমান নিটল, কণ্ঠশিল্পী সুশীল কুমার সরকার।

রওশন আলম পাপুল/এমএএস/জেআইএম

আরও পড়ুন