ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ডাকাত ধরতে গিয়ে এএসপিসহ ৫ পুলিশ আহত

ঈশ্বরদী (পাবনা) | প্রকাশিত: ০২:১২ পিএম, ১৯ নভেম্বর ২০১৮

অভিযানে গিয়ে ডাকাত দলের ছোড়া ককটেলে এএসপিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরে সংঘটিত এ ঘটনায় দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আহতরা হলেন- ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জহুরুল হক, থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম হোসেন খান, কনস্টেবল গৌতম কুমার, শাহজাহান আলী ও শামিউল ইসলাম।

এ সময় পুলিশ ধাওয়া করে উপজেলার আওতাপাড়া গ্রামের মৃত তোফাজল হোসেনের ছেলে ফারুক (২৩) এবং চুয়াডাঙ্গার ভোগাইল গ্রামের ফজলুর রহমানের ছেলে মফিজুল ইসলাম মাসুদকে (২৬) গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, রোববার দিবাগত গভীর রাতে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নে একদল ডাকাত ভাড়ইমারি-দাদপুর সড়কের তোজগাছী গ্রামের চুড়িয়ালা ঘাট সংলগ্ন এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপনসূত্রে খবর পেয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়।

টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছোড়ে। এক পর্যায়ে পুলিশ গুলি চালায়। ডাকাতরা পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে একটি রামদা, তিনটি চাইনিজ কুড়াল, একটি শাবল, ককটেল বোমার বিস্ফোরিত অংশ বিশেষ ও একটি ক্রিচসহ দুই ডাকাত সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করে।

এ সময় ডাকাত দলের সদস্যদের ছোড়া ককটেলে এএসপি ও চারজন পুলিশ সদস্য আহত হন। খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই পাঁচজনকে উদ্ধার করে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহা উদ্দিন ফারুকী জানান, আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। গুলিবিদ্ধ ডাকাত দলের সদস্যদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আলাউদ্দিন আহমেদ/এফএ/জেআইএম

আরও পড়ুন