ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ইট দিয়ে থেঁতলে খুন

জেলা প্রতিনিধি | সুনামগঞ্জ | প্রকাশিত: ০৮:৫২ এএম, ২৫ নভেম্বর ২০১৮

সুনামগঞ্জের দিরাই উপজেলার বড়াগাঁও গ্রামে ইট দিয়ে থেঁতলে মারুফ (২৪) নামে এক শ্রমিককে খুন করা হয়েছে। ঠিকাদারি কাজের দ্বন্দ্বের জেরে শনিবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত মারুফ সুনামগঞ্জ শহরের হাসননগর এলাকার বাসিন্দা নূর ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মারুফ ও তার কয়েকজন সহযোগী দিরাই উপজেলার বড়াগাঁও গ্রামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে ব্রিজ নির্মাণের কাজের জন্য যায়। সেখানে দ্বন্দ্বের জেরে শনিবার রাতে এ ঘটনা ঘটে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, মরদেহ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। আসামিকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চলছে।

এফএ/পিআর

আরও পড়ুন