ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অবাঞ্ছিত ঘোষণা করা নেতার হাতে আ.লীগের মনোনয়ন

জেলা প্রতিনিধি | বরগুনা | প্রকাশিত: ০৭:৪০ পিএম, ২৫ নভেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। এ নিয়ে ষষ্ঠ বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পান তিনি।

অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ১৯৯১ সালের সংসদ নির্বাচনে প্রথম বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

এরপর পর্যায়ক্রমে ১৯৯৬, ২০০১, ২০০৮ ও ২০১৪ সালে সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান তিনি। এর মধ্যে ২০০১ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেনের কাছে পরাজিত ছাড়া বাকি সবকটি নির্বাচনে জয়ী হন ধীরেন্দ্র দেবনাধ শম্ভু।

১৯৯৬ সালের জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাধ শম্ভু বাংলাদেশ সরকারের নৌপরিবহন উপমন্ত্রী ও পরে খাদ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগের মনোনয়ন পান তিনি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বরগুনা-১ আসন। দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে এই আসন থেকে সর্বাধিক (৫২টি) আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেন মনোনয়ন প্রত্যাশীরা।

একইসঙ্গে অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে আওয়ামী লীগের মনোনয়ন না দিতে বরগুনা জেলা আওয়ামী লীগের অধিকাংশ নেতা আওয়ামী লীগ সভাপতির কাছে লিখিত অভিযোগ করেন। এছাড়া বরগুনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, ৬ষ্ঠ বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন দেয়ায় আমি খুশি, আমার জনগণও খুশি। আমাকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু কেন্দ্র আমাকেই মূল্যায়ন করেছে। আমি সবার কাছে কৃতজ্ঞ।

এদিকে, বরগুনা-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য আলহাজ শওকত হাচানুর রহমান রিমন।

২০১৩ সালে এই আসনের আওয়ামী লীগ সংসদ সদস্য গোলাম সবুর টুলু সড়ক দুর্ঘটনায় মারা গেলে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে জয়ী হন শওকত হাচানুর রহমান রিমন।

২০১৪ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। দুই বার ইউনিয়ন পরিষদ নির্বাচন, একবার উপজেলা পরষিদ নির্বাচন এবং দুই বার সংসদ সদস্য নির্বাচনে জয়ী হয়ে ২০ বছর ধরে অপরাজিত জনপ্রতিনিধি হিসেবে কাজ করছেন রিমন।

মো. সাইফুল ইসলাম মিরাজ/এএম/আরআইপি

আরও পড়ুন