ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাদ পড়লেন সাবেক প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি | পটুয়াখালী | প্রকাশিত: ১০:১৬ পিএম, ২৫ নভেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালীর সংসদীয় চারটি আসনের দুটিতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দুই নতুন মুখ। রোববার দলীয় চূড়ান্ত মনোনয়ন ঘোষণার মাধ্যমে এ তথ্য জানানো হয়।

জেলার সংসদীয় চার আসনের দুই নতুন মুখ হলেন- পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার ভাগ্নে এ এস এম শাহজাদা সাজু। এ আসনে বাদ পড়েছেন সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী আ খ ম জাহাঙ্গীর হোসাইন।

পাশাপাশি পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে নতুন মুখ অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব। এখানে বাদ পড়েছেন সংসদ সদস্য মাহবুবুর রহমান তালুকদার।

এছাড়া পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর-মির্জাগঞ্জ-দুমকী) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ অ্যাডভোটেক শাহজাহান মিয়া।

তবে পটুয়াখালী-২ (বাউফল) আসনে বর্তমান এমপি আ স ম ফিরোজের পাশাপাশি সামসুল হক রেজাকে রাখা হয়েছে। একই আসনে তাদের দুইজনকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। তবে শেষ পর্যন্ত কে হবেন নৌকার মাঝি তা দেখতে অপেক্ষা করতে হবে স্থানীয় নেতাকর্মীদের।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/আরআইপি

আরও পড়ুন