ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নিজাম হাজারীর নির্দেশে বিএনপির প্রার্থী অবরুদ্ধ

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৮:১৭ পিএম, ০১ ডিসেম্বর ২০১৮

ফেনীতে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদিন ভিপিকে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এছাড়াও তার বাড়িতে গুলিবর্ষণ ও দলীয় নেতাকর্মীদের নির্যাতন করে পুলিশে সোপর্দ করা হচ্ছে।

শনিবার বিকেলে শহরের ফলেশ্বরস্থ নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি এসব অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি অভিযোগ করেন, গত ২৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিল করার পর থেকে তার বাড়ির চারপাশে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নিজাম উদ্দিন হাজারীর নির্দেশে যুবলীগ ক্যাডার কালামের নেতৃত্বে তিন শতাধিক সরকার দলীয় ক্যাডার বাহিনী আগ্নেয়াস্ত্র নিয়ে মোটরসাইকেল মহড়া দিচ্ছে। ওই ক্যাডাররা শনিবার সকালে মোটরসাইকেল মহড়া দিয়ে তার বাড়ির সামনে এসে ফাঁকা গুলি ছুড়ে স্লোগান দিয়ে বলতে থাকে ‘ভিপি জয়নাল মনোনয়নপত্র প্রত্যাহার কর, বাড়ি ছাড় নইলে তোকে মেরে ফেলা হবে’।

ক্যাডাররা বাড়ির চারপাশে পাহারা বসিয়ে তার (ভিপি জয়নাল) সঙ্গে সাক্ষাৎ করতে আসা সাবেক দুই ইউপি চেয়ারম্যানসহ বিএনপি নেতাকর্মীদের পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে। এভাবে সশস্ত্র ক্যাডাররা পাহারা বসিয়ে তাকে ও তার পরিবারের সদস্যদের অবরুদ্ধ করে রেখেছে বলে তিনি উল্লেখ করেন।

অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি আরও জানান, নিজের নিরাপত্তা চেয়ে এবং অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি চেয়ে পুলিশ সুপার, ফেনী মডেল থানা পুলিশের ওসি ও জেলা প্রশাসককে জানালে তারা মৌখিকভাবে ব্যবস্থা গ্রহণের কথা বললেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি।

তিনি আরও জানান, সরকার দলীয় ক্যাডার বাহিনী আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া ও অবরুদ্ধ করার বিষয়টি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নিজাম উদ্দিন হাজারীকে অবহিত করলে তিনি এই ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি হবে না আশ্বাস দেয়ার পর এই নৈরাজ্যের মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে।

সংবাদ সম্মেলনে কেন নেতাকর্মীরা অনুপুস্থিত- এমন প্রশ্নে অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি বলেন, সরকার দলীয় ক্যাডারদের মহড়ায় জীবন ঝুঁকি থাকায় তাদের আসতে বারণ করেছি। প্রয়োজনে জীবন দেবো তারপরও গণতন্ত্র রক্ষায় এই নির্বাচন থেকে সরে দাঁড়াবো না।

অভিযোগের বিষয়ে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বিএনপির প্রার্থী তার প্রতি খেয়াল রাখার জন্য অনুরোধ করেছেন, তবে তিনি অবরুদ্ধ রয়েছেন এ ধরণের কোনো অভিযোগ করেননি। এছাড়া ওই এলাকার নিরাপত্তায় পুলিশের দুটি টহল দল সার্বক্ষণিক কাজ করছে। বিএনপি নেতাকর্মীদের মারধর করে পুলিশে সোপর্দ করার বিষয়টি অস্বীকার করেন ওসি।

আরএআর/জেআইএম

আরও পড়ুন