ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পাঁচ বার হেরেও নির্বাচনে তিনি

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৫:২৫ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৮

জাতীয় সংসদ নির্বাচনে ৫ বার হেরেও নির্বাচনে প্রার্থী হয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য আনোয়ার উল্লাহ ভূঁইয়া। এবার ফেনী-১ (ছাগলনাইয়া-ফুলগাজী ও পরশুরাম) আসনে মনোনয়নপত্র জামা দিয়ে প্রাথমিক বাছাইয়ে টিকেছেন তিনি।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৮৬ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ৮টি জাতীয় নির্বাচনের মধ্যে ৫টিতে প্রতিদ্বন্দ্বিতা করেন আনোয়ার উল্লাহ। প্রতিবারেই হেরেছেন তিনি। তবুও নির্বাচন থেকে পিছু হটেননি।

সূত্র আরও জানায়, ১৯৮৬ সালের ৭ মে জাতীয় সংসদ নির্বাচনে বটগাছ প্রতীকে খেলাফত আন্দোলনের মনোনয়নে প্রার্থী হন আনোয়ার উল্লাহ। ওই নির্বাচনে তিনি এক হাজার ৩০৯ ভোট পান। পরে ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি ও ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও ১২ জুনের নির্বাচনেও বটগাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। এরপর ২০০১ সালের নির্বাচনেও বটগাছ প্রতীকে অংশ নিয়ে পরাজিত হন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় এ সদস্য।

আনোয়ার উল্লাহ ভূঁইয়া ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের মাটিয়া গোধা গ্রামের চাঁদগাজী ভূঁঞা বাড়িতে জন্মগ্রহণ করেন। দীর্ঘ প্রায় তিন দশক ধরে বাংলাদেশ খেলাফত আন্দোলনের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে আনোয়ার উল্লাহ ভূঁইয়া জাগো নিউজকে বলেন, নির্বাচনও এক ধরনের জিহাদ। ইসলামী হুকুমত কায়েমের জন্য জিহাদের ময়দানে আছি এবং থাকবো।

রাশেদুল হাসান/এমএএস/পিআর