সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ
ফাইল ছবি
সিরাজগঞ্জের কামারখন্দে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
জামতৈল রেল স্টেশন সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু সেতু রেল স্টেশন থেকে ছেড়ে আসা বিইআই-২ ডাউন নামের একটি মালবাহী ট্রেন ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে যাচ্ছিল। ট্রেনটি জামতৈল রেলওয়ে স্টেশন থেকে ছাড়ার পর প্রায় ৫শ’ মিটার দূরে গিয়ে এর পেছন থেকে ৪ নম্বর বগিটি লাইনচ্যুত হয়।
জামতৈল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. মারফিন হাসান বলেন, মালবাহী ট্রেনটি ছাড়ার কয়েক মিনিট পরেই পেছনের দিক থেকে ৪ নম্বর বগিটি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাইনচ্যুত বগিটি উদ্ধারের চেষ্টা চলছে।
আরএআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান