জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্টে সেনাসদস্য নিহত
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তিলাবদুল গ্রামে বাড়িতে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল হক (৩৮) নামের এক সেনাসদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত সেনাসদস্য নাজমুল একই গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে।
ক্ষেতলাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার দুপুরে ছুটিতে থাকা ওই সেনাসদস্য বাড়ির এক ঘর থেকে অন্য ঘরে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হয়। তাৎক্ষণিকভাবে তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত নাজমুল বর্তমানে বগুড়া সেনানিবাসে কর্মরত ছিলেন বলে জানা গেছে। নাজমুল হকের মরদেহ বগুড়া সেনানিবাসে নিয়ে যাওয়া হয়েছে বলে ওসি জানান।
এসএস/এমআরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুমিল্লায় প্রতীক বরাদ্দের দিনই শোডাউন, প্রার্থীকে জরিমানা
- ২ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ৩ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৪ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৫ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার