ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

এই নির্বাচনে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : এ্যানী চৌধুরী

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ১০ ডিসেম্বর ২০১৮

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আওয়ামী লীগ মনে করছে ভোটের আগে বিএনপি নেতাকর্মীদের মামলা-হামলা দিয়ে এলাকাছাড়া করবে। কিন্তু মামলা-হামলা দিয়ে কোনো লাভ হবে না।

তিনি বলেন, খালেদা জিয়া জেলে, তবুও বিএনপি কারও রক্তচক্ষুকে ভয় পায় না। আওয়ামী লীগ আমাদের কর্মকাণ্ডকে ভয় পায়। এই নির্বাচনের নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। ফলে ঐক্যফ্রন্টের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে আমাদের বিজয় সুনিশ্চিত।

সোমবার দুপুরে এ্যানী চৌধুরীর লক্ষ্মীপুর গোডাউন রোড এলাকার বাসার সামনে সদর উপজেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

jagonews

সদর উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ শামছুল আলম, জেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া ও পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান লিটন প্রমুখ।

কাজল কায়েস/এএম/আরআইপি

আরও পড়ুন