ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জামায়াতের ৪ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি | পাবনা | প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ১০ ডিসেম্বর ২০১৮

পাবনার সাঁথিয়া উপজেলা জামায়াতের আমিরসহ চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে পাবনা শহর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সাঁথিয়া উপজেলা জামায়াতের আমির ডা. ইদ্রিস আলী, সাঁথিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমির মোস্তাফিজুর রহমান ফিরোজ, নায়েবে আমির মাওলানা আব্দুল কুদ্দুস এবং পাবনা সদর উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি ফজলুর রহমান।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, জামায়াতের ওই নেতাদের বিরুদ্ধে সাঁথিয়া থানায় নাশকতার মামলা রয়েছে। পুলিশ তাদেরকে গ্রেফতারের জন্য খুঁজছিল। আমরা জানতে পারি তারা জেলা প্রশাসক অফিসে আসছেন। এ খবরের ভিত্তিতে জেলা প্রশাসক অফিস থেকে বের হলে তাদেরকে গ্রেফতার করা হয়। বিকেলে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

জেলা জামায়াতের সেক্রেটারি এবং পাবনা-৫ আসনে ধানের শীষের প্রার্থী মাওলানা ইকবাল হোসাইন বলেন, ওই চার নেতা পাবনা-১ আসনে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ছেলের দাখিল করা মনোনয়নপত্র প্রত্যাহারের চিঠি দিতে আসছিলেন। সেখান থেকে তাদের গ্রেফতার করা হয়।

একে জামান/এএম/পিআর

আরও পড়ুন