ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে জামায়াত নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি | ঠাকুরগাঁও | প্রকাশিত: ০৫:১৯ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৮

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের আমির রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার বড়বাড়ী ইউনিয়নের স্কুলপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

বালিয়াডাঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাব্বেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, রফিকুল ইসলামের বিরুদ্ধে পূর্বের মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল। এ কারণে বিকেলে তাকে বড়বাড়ী ইউনিয়নের স্কুলপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে গত ১ নভেম্বর ঠাকুরগাঁও-২ আসনে ২০ দলীয় জোটের প্রার্থী জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হাকিমকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

রবিউল এহসান রিপন/আরএআর/এমকেএইচ

আরও পড়ুন