ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শাহজাদপুরে বিএনপির সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৭:০৬ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৮

সিরাজগঞ্জের শাহজাদপুরে অভিযান চালিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার শ্রীফলতলায় বিএনপি প্রার্থী ড. এমএ মুহিতের বাড়ির পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন হীরু ও যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ।

শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতাররা গত ১১ ডিসেম্বর আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি।

এ বিষয়ে বিএনপি মনোনীত প্রার্থী ড. এমএ মুহিত বলেন, সরকারি দল ও পুলিশ প্রশাসন সম্মিতভাবে আমাদের ওপর দমনপীড়ন শুরু করেছে।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/এমকেএইচ

আরও পড়ুন