ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কসবায় বিএনপির সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৮:৫৫ এএম, ১৫ ডিসেম্বর ২০১৮

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় শরীফুল ইসলাম নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাত ৮টার দিকে উপজেলা সদরের খারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা করা হয়। তিনি কসবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।

কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে জানান, শরীফুলের বিরুদ্ধে কসবা থানায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

আজিজুল সঞ্চয়/বিএ/এমএস

আরও পড়ুন