মাদারীপুরে বাজারে আগুন, কোটি টাকা ক্ষতির দাবি
ভয়াবহ অগ্নিকাণ্ডে মাদারীপুরের শিবচরের কুতুবপুর বাজারের ১৩টি দোকান পুড়ে গেছে। এতে নগদ টাকা, বিভিন্ন মালামাল পুড়ে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
জানা যায়, রোববার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিমিশেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। অগ্নিকাণ্ডে গার্মেন্টস, টেইলার্স, হার্ডওয়ার ও ফার্মেসিসহ ১৩টি দোকান পুড়ে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

রাতেই শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খান ও থানার ওসি শাজাহান মিয়াসহ পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
নাসিরুল হক/এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিদ্যুতের অপরিকল্পিত খুঁটি-তারে ঝুঁকিতে চাঁদপুর শহরবাসী
- ২ ইব্রাহিম নবীর কোরবানির চেয়েও জামায়াত নেতার কোরবানি বড়!
- ৩ চা বাগানের ৬৯ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাবঞ্চিত ৯ হাজার শিশু
- ৪ খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে বিএনপির দুই গ্রুপের হট্টগোল
- ৫ দুই ঠিকাদারের ঠেলাঠেলিতে আটকা ২০ ফুট রাস্তা, দুর্ভোগে শহরবাসী