রাতের আঁধারে আ.লীগের নির্বাচনী অফিসে আগুন
মাদারীপুরের কালকিনি উপজেলার কাজিবাকাই ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচনী অফিস রাতের আঁধারে পুড়িয়ে দেয়া হয়েছে। সোমবার দিবাগত রাতে কে বা কারা ওই অফিসে আগুন লাগিয়ে দেয়। আগুনে পাশের আরেকটি ওষুধের দোকানও পুড়ে ছাই হয়ে গেছে।
ওই দুটি ঘরের মালিক কালকিনি উপজেলার কাজিবাকাই ইউনিয়নের দক্ষিণ মাইজ পাড়া গ্রামের মৃত সুলতান মোল্লার ছেলে মো. হারুন অর রশিদ মোল্লা।
সরেজমিনে গিয়ে জানা যায়, রাতের সময় কেউ ওই দোকানে থাকেন না। এ সুযোগে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে। আগুন দেখে এলাকার মানুষ বালতিতে করে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে তার আগেই সব পুড়ে যায়।
দোকানের মালিক হারুন অর রশিদ মোল্লা বলেন, এলাকার মানুষের চিৎকারে আমরা এসে দেখি সব শেষ।
ডাসার থানা পুলিশের ভারপ্রাপ্ত র্কমর্কতা গোলাম কিবরিয়া বলেন এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এ কে এম নাসিরুল হক/আরএআর/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ইব্রাহিম নবীর কোরবানির চেয়েও জামায়াত নেতার কোরবানি বড়!
- ২ চা বাগানের ৬৯ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাবঞ্চিত ৯ হাজার শিশু
- ৩ খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে বিএনপির দুই গ্রুপের হট্টগোল
- ৪ দুই ঠিকাদারের ঠেলাঠেলিতে আটকা ২০ ফুট রাস্তা, দুর্ভোগে শহরবাসী
- ৫ ধানি জমি ধ্বংস করে অবাধে পুকুর খনন, জলাবদ্ধতায় হাজারো কৃষক