ফেনীতে বিএনপি নেতা সেন্টু গ্রেফতার
ফেনীর সোনাগাজী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জামাল উদ্দিন সেন্টুকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জামাল উদ্দিন সেন্টুর স্ত্রী নাছরিন আক্তার জানান, তার স্বামীর বিরুদ্ধে কোনো মামলা নেই। তারপরও পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে গেছে।
সোনাগাজী মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন জানান, উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ভূঞা বাজার এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
এদিকে জামাল উদ্দিন সেন্টুকে গ্রেফতার করার তীব্র নিন্দা জানিয়েছেন ফেনী-৩ আসনে বিএনপির প্রার্থী মো. আকবর হোসেন। তিনি বলেন, মামলা নেই তবুও পুলিশ তাকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করছি।
রাশেদুল হাসান/আরএআর/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান