ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মেহেরপুরে বিএনপি-জামায়াতের ২৫ নেতাকর্মী আটক

জেলা প্রতিনিধি | মেহেরপুর | প্রকাশিত: ১২:৫১ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৮

মেহেরপুরে পৃথক অভিযানে বিএনপি-জামায়াতের ২৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়।

এর মধ্যে গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের একটি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে নাশকতার বৈঠককালে বিএনপি-জামায়াতের ১৯ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে দেশীয় তৈরি দুটি শুটার গান, চার রাউন্ড গুলি, বোমা তৈরির এক কেজি গান পাউডার ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার বলেন, হাড়াভাঙ্গা এসকেআরএস মাধ্যমিক বিদ্যালয় মাঠে গতকাল রাত সাড়ে ১১টার দিকে নাশকতার বৈঠকে হানা দেয় পুলিশ। এ সময় ১৯ জনকে অস্ত্র, গুলি, গান পাউডার ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ আটক করা হয়। তাদের নামে নাশকতা মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপি প্রার্থী জাভেদ মাসুদ মিল্টন বলেন, গতরাতে আমার গাংনী অফিসের সামনে থেকে কয়েকজন এবং বাকিদেরকে বিভিন্ন এলাকা থেকে আটক করে পুলিশ। মিথ্যা নাশকতার মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে নির্বাচনে একটি বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি করা হচ্ছে।

jagonews

অপরদিকে সদর থানা পুলিশের অভিযানে নাশতকতার সঙ্গে জড়িত সন্দেহে ছয় বিএনপি কর্মীকে আটক করা হয়েছে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, নাশকতার ঘটনায় জড়িত সন্দেহে সদর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ছয় বিএনপি কর্মীকে আটক করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আসিফ ইকবাল/আরএআর/আরআইপি

আরও পড়ুন