সিরাজগঞ্জে শিবিরের সেক্রেটারিসহ গ্রেফতার ৭
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে জেলা ছাত্রশিবিরের সেক্রেটারিসহ জামায়াত-শিবিরের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছয়টি ককটেল উদ্ধার করা হয়। মঙ্গলবার গভীর রাতে উপজেলার বন্যাকান্দি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- সিরাজগঞ্জ জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি সদর উপজেলার একডালা গ্রামের জহুরুল ইসলামের ছেলে মাসুদ রানা (২১), জামায়াত কর্মী উল্লাপাড়া উপজেলার বেতবাড়ী গ্রামের ফুল বক্সের ছেলে শরিফুল ইসলাম (৩৫), ঝিকিড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে শাহিন আলম (২০), মাগুড়াডাঙ্গা গ্রামের আলতাফ আলীর ছেলে রাশেল রানা (২০), রামকান্তপুর আব্দুর রবের রাহুল রানা (১৮), কাজিপাড়ার গোলবার হোসেনের ছেলে আলহাজ আলী (১৯) ও বালশাবাড়ী মৃত বেলাল হোসেনের ছেলে
আলমগীর (৪৫)।
উল্লাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কওশিক আহম্মেদ জানান, জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বন্যাকান্দি এলাকায় অভিযান চালিয়ে জেলা ছাত্রশিবিরের সেক্রেটারিসহ সাত নেতাকর্মীকে গ্রেফতার ও ছয়টি ককটেল জব্দ করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান