ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

‘ছাত্রলীগ যুবলীগ পুলিশ একজোট হয়ে আমাদের বিরুদ্ধে নেমেছে’

সাভার (ঢাকা) | প্রকাশিত: ০৩:০৮ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৮

পোস্টার ছিঁড়ে ফেলা, নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন ও নেতাকর্মীদের অহেতুক গ্রেফতারের অভিযোগ করেছেন ঢাকা-১৯ আসনে বিএনপির প্রার্থী ও ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। বুধবার বেলা ১১টার দিকে সাভারের ব্যাংককলোনী এলাকায় নিজ বাড়িতে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বলেন, নির্বাচনী প্রচারণার শুরু থেকে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশ একজোট হয়ে আমাদের বিরুদ্ধে নেমেছে। ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা দিনে পোস্টার ছিঁড়ে ফেলছে, প্রচারণায় বাধা দিচ্ছে। আর পুলিশ রাতে নেতাকর্মীদের বাসায় হানা দিচ্ছে। প্রচারনা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অহেতুকভাবে ১৯ জন বিএনপি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। যাদের আটক করা হয়েছে তাদের কারও নামে ওয়ারেন্ট নেই। তাদের পুরনো মামলায় গ্রেফতার দেখিয়ে কোর্টে চালান করা হয়েছে।

সংবাদ সম্মলনে কোন দিন কোথা থেকে নেতাকর্মীদের আটক করা হয়েছে তার বিস্তারিত বর্ণনা তুলে ধরেন এই প্রার্থী।

তিনি বলেন, জীবনে অনেক নির্বাচনে অংশ নিয়েছি। কিন্তু এবারের মতো এত অসমতল লেবেল প্লেইং ফিল্ড আগে কখনও দেখিনি।

এই আসনে বিএনপির প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য ডা. এনামুর রহমান।

আল-মামুন/আরএআর/আরআইপি

আরও পড়ুন