ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিজয়নগরের ওসিকে প্রত্যাহারের নির্দেশ

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৯:১৭ এএম, ২০ ডিসেম্বর ২০১৮

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেনকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্দেশনাটি কার্যকরে বুধবার পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) কাছে চিঠি পাঠিয়েছে ইসি।

যদিও গত সোমবার (১৭ ডিসেম্বর) থেকে অসুস্থতাজনিত কারণে ছুটিতে রয়েছেন ওসি নবীর হোসেন। তার অনুপস্থিতিতে ওসির দায়িত্ব পালন করছেন থানার পরিদর্শক (তদন্ত) ফওজুল আজিম।

এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির জাগো নিউজকে বলেন, ওসিকে প্রত্যাহারের নির্দেশনার খবর শুনেছি। কিন্তু অফিসিয়ালি কোনো চিঠি আমরা এখনো পাইনি।

আজিজুল সঞ্চয়/এফএ/আরআইপি

আরও পড়ুন