ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রেল লাইনের পাশে যুবকের গলাকাটা মরদেহ

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ১২:২৮ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮

যশোরে মদন অধিকারী (৩৫) নামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে যশোর সদরের হৈবতপুর ইউনিয়নের মানিকদিহি গ্রামের রেল লাইনের পাশের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মদন অধিকারী পাশের ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কুল্লাপাড়া গ্রামের বিমল অধিকারীর ছেলে।

স্থানীয়রা জানান, মদন অধিকারী যশোরের সাতমাইল, চুড়ামনকাটি, চৌগাছা এবং কালীগঞ্জের বারোবাজার এলাকার বিভিন্ন তরকারির আড়তে শ্রমিকের কাজ করতেন। বৃহস্পতিবার হৈবতপুর ইউনিয়নের মানিকদিহি গ্রামের রেললাইনের পাশের মাঠ থেকে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়।

সাজিয়ালি পুলিশ ফাঁড়ির এসআই সুকুমার কুন্ডু বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কারা কী কারণে তাকে হত্যা করেছে সেটা তদন্ত করা হচ্ছে।

মিলন রহমান/আরএআর/আরআইপি

আরও পড়ুন