বিএনপি যুদ্ধাপরাধীদের ধানের শীষ দিয়েছে : তোফায়েল
ভোলা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আমাদের ইশতেহার চমৎকার। কিন্তু বিএনপি একটি ইশতেহার দিয়েছে তাতে বলা হয়েছে চাকরির কোনো বয়সসীমা নেই। একজন মানুষ ৮০ বছর বয়সে চাকরি করবে? এটা বাস্তব সম্মত নয়।
বৃহস্পতিবার দুপুরে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের হাওলাদার বাজারসহ বিভিন্ন স্থানে গণ সমাবেশে তিনি এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, বিএনপি বলেছে তারা যুদ্ধাপারাধীদের বিচার করবে। অথচ তারা যুদ্ধাপরাধীদের মার্কা দিয়েছে ধানের শীষ। যারা যুদ্ধাপরাধীদের নিয়ে নির্বাচন করে তারা আবার তাদের বিচার করবে কীভাবে। তারা আরও একটা কথা বলেছে, ক্ষমতার ভারসাম্য রাখবে। এসব অবাস্তব।
তিনি আরও বলেন, ৭০ এর নির্বাচনে নৌকার গণজোয়ার হয়েছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে। সেই নির্বাচনে বঙ্গবন্ধুকে মানুষ নৌকায় ভোট দিয়ে গণ রায় দিয়েছিল। যার পরিপেক্ষিতে আজকের আমাদের এই স্বাধীনতা। এবার আবার শেখ হাসিনার নেতৃত্বে গণ জোয়ার এসেছে। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে আপনাদের মুখে হাসি ফুটবে। গ্রাম শহরে রুপান্তর হবে।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।
আরএআর/এমকেএইচ