ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পলাশবাড়ীতে বিএনপি নেতার বাড়িতে আগুন

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০৯:২১ এএম, ২১ ডিসেম্বর ২০১৮

গাইবান্ধার পলাশবাড়ীর মনোহরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ২টি গরু মারা গেছে। একইসঙ্গে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।

এলাকাবাসী জানান, বৃহস্পতিবার রাত ১২টায় গাইবান্ধার পলাশবাড়ীর মনোহরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফুল মিয়া ও তার ভাই সাইদুর রহমানের বসতবাড়িতে আগুন লেগে দুটি গরু পুড়ে মারা যায়। এছাড়া আরো ৫টি গরু পুড়ে আহত হয়। এ সময় একটি গোয়াল ঘরসহ দুটি ঘর ভস্মীভূত হয়ে আনুমানিক ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। পরে গাইবান্ধা ফায়ার সার্ভিসের একটি টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পলাশবাড়ীর হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামাল হোসেন বলেন, আগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত করে পরবর্তীতে জানানো হবে ।

জাহিদ খন্দকার/এফএ/এমএস

আরও পড়ুন