ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফজলে রাব্বীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া, বিকেলে দাফন

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০১:৪৫ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮

গাইবান্ধা-৩ আসনের ঐক্যফ্রন্টের ধানের শীষের প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী মারা যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সকালে রাজধানীর বনানীতে নিজ বাসায় মারা যান তিনি। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণ ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

ফজলে রাব্বীর মৃত্যুতে একাদশ সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসনে নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পরবর্তীতে পুনঃতফসিল ঘোষণা করে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে ইসি।

ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরীর ভাতিজা রুপম চৌধুরী জানান, শুক্রবার বিকেলে পলাশবাড়ীর তালুক জামিরা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তার গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

গাইবান্ধা- ৩ (পলাশবাড়ী- সাদুল্যাপুর) আসনের বর্তমান সংসদ সদস্য ডা. ইফনুছ আলী ড. ফজলে রাব্বীর আত্মার মাগফিরাত কামনা করে তার জানাজায় অংশগ্রহণ করার জন্য উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

ড. টিআইএম রাব্বী চৌধুরী ১৯৩৪ সালে ১ অক্টোবর গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার তালুকজামিরা গ্রামে জন্মগ্রহণ করেন। ৬ ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তার বাবা মরহুম আহসান উদ্দিন চৌধুরী ছিলেন একজন স্কুল শিক্ষক।

Rabbi

১৯৫৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (অনার্স) ডিগ্রি লাভ করেন ও কৃষি মন্ত্রণালয়ের সরকারি চাকরিতে যোগদান করেন। ১৯৬০ সালে বৃত্তি নিয়ে ১৯৬৩ সালে টেকসাস অ্যান্ড এস থেকে এমএসসি এবং ১৯৬৫ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। এরপর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে অ্যাসিসটেন্ট প্রফেসর হিসেবে যোগদান দেন।

রাজনৈতিক জীবনে ড. টিআইএম রাব্বী চৌধুরী ১৯৮৪ সালে এইচএম এরশাদের জাতীয় পার্টিতে যোগদান করেন। তিনি সাবেক রাষ্ট্রপাতি হুসেইন মুহম্মদ এরশাদের রাজনৈতিক উপদেষ্টা ছিলেন। পরবর্তী সময় তিনি ভূমিমন্ত্রী, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ও সংস্থাপন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

ড. টিআইএম রাব্বী চৌধুরী ১৯৮৬ সালে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন ও বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপের দায়িত্ব পালন করেন। সভাপতি সরকারি প্রতিশ্রুতি কমিটি, কৃষি বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ও বিভিন্ন সময়ে বিভিন্ন সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত হন।

পরবর্তীতে তিনি এইচএম এরশাদের জাতীয় পার্টি ছেড়ে কাজী জাফরের জাতীয় পার্টিতে যোগ দেন। জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর মারা যাওয়ার পর থেকে ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন।

জাহিদ খন্দকার/এসআর/এমএস

আরও পড়ুন