চিরনিদ্রায় শায়িত ঐক্যফ্রন্টের প্রার্থী ফজলে রাব্বী
গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনের পর পর ছয়বারের এমপি ঐক্যফ্রন্টের প্রার্থী ড. ফজলে রাব্বী চৌধুরীকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। শুক্রবার বিকেলে পলাশবাড়ী উপজেলার তালুক জামিরা উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় বিএনপির কেন্দ্রেীয় কমিটির সদস্য অধ্যাপক অমিনুল ইসলাম, গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনের বর্তমান সংসদ সদস্য ডা. ইফনুছ আলী, জেলা বিএনপির সভাপতি ডা. ময়নুল হোসেন ছাদেক, জেলা আওয়ামী লীগের সভাপতি শামছুল আলম হিরু, গাইবান্ধা-২ (সদর) আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী আব্দুর রশিদ সরকার, পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীকুল ইসলাম লিপন প্রমুখ অংশ নেন।
উল্লেখ্য, ড. ফজলে রাব্বী চৌধুরী বৃহস্পতিবার সকালে মারা যাওয়ার পর ওই আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। ড. ফজলে রাব্বী চৌধুরী জাতীয় পার্টি থেকে গাইবান্ধা-৩ আসনে ১৯৮৬, ১৯৮৮, ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের উপদেষ্টা ছিলেন।
জাহিদ খন্দকার/আরএআর/এমকেএইচ